২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের মতবিনিময়

এসএম রবিন / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা ১৫ জুন: বিশ্ব ব্যাংকের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর উপস্থিতিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেমবন (MERCY TEMBON) বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
মত বিনিময় সভায় বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বিটিআরসি‘র কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন। বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
বিশ্বব্যাংক প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন বিশ্বব্যাংকের সিনিয়র ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জেরোমি বেজাইনা(JEROME BEZZINA), রাজেন্দ্র সিংহ (RAJENDRA SINGH) , অপারেশন অফিসার মোহাম্মদ ওয়াইস (MOHAMMED WAHISH) এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় (SUPARNA ROY)।
//ম. শেফায়েত //

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn