জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
মটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার কাবিলপুর এলাকার একটি ছ”মিলের কাছ থেকে মটর সাইকেল চুরির অভিযোগে পারভেজ হাসান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ মিঠাপুকুর উপজেলার গিরাই এলাকার আব্দুল মালেকের পুত্র। এসময় চোরাই মটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তাজহাট থানা সূত্রে জানাগেছে, গত ২২ জুন রাতে আশরতপুর এলাকার জাভেদ মাসুমের বাড়ি থেকে ঘরের গ্রিল কেটে ইয়ামা ১৫০ সিসি’র একটি মটরসাইকেল চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় মটর সাইকেলের মালিক জাভেদ মাসুম তাজহাট থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাড়ির ইনচার্জ ও তাজহাট থানাএসআই ইজার আলী অভিযান চালিয়ে পারভেজকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করে।
তাজহাট থানার ওসি নাজমুল কাদের জানান, পারেেভজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সাথে জড়িত অন্যন্যদের খোঁজা হচ্ছে।