জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রংপুরে অবৈধভাবে আবাদি ও বসতবাড়ির মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে মহানগরীর ৩১ নং ওয়ার্ডের নাজির দিগর এলাকার গ্রামবাসী । মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মঙ্গলবার (১ মার্চ) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের নাজির দিগর গ্রামবাসীর আয়োজনে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন আমরা ৩১ নং ওয়ার্ডের নাজির দিগর এলাকার গ্রামবাসী। নাজির দিগর মৌজা দিয়া মরা ঘাঘট নদী রয়েছে। যেখানে আবাদি জমি রয়েছে, আবাদি জমিতে প্রচুর ফলন হয়ে থাকে। আমাদের এলাকার ভূমি দস্যু হিসেবে পরিচিত নাজির দিগর এলাকার মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর আলম আবাদি জমি ও আশপাশের জমিতে পাম্প ও ভেকু দিয়ে মাটি খনন করে আবাদি জমি ও রেকর্ডি রাস্তার ব্যপক ক্ষতি সাধন করিতেছে।
এরই কারণে আমরা এলাকাবাসী বাধ্য হয়ে মানববন্ধনে দাড়িয়েছি। মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাগর মিয়া, শাহজাহান, আব্দুস সামাদ, শাহিনুর আলম, মজনু মিয়াসহ এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।