২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে ঘুসের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক

 

সিনিয়র রিপোর্টার/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

শিক্ষকদের কাছ থেকে ঘুসের নেওয়ার সময় রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করে হোসাইন শরীফ জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নির্দেশে সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালিত হয়। এসময় শহিদুলের কাছ থেকে ঘুসের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে মামলা দায়ের করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn