২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

রংপুরে বিএনপির বিভাগীয় গনসমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহ সকল ধরনের নাশকতার আশংকায় অবস্থান কর্মসুচি পালন করে রংপুর জেলা আওয়ামী লীগ। শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেতপট্টিস্থ অবস্থিত জেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ. স্বেচ্ছাসেবকলীগ , মহিলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ।

এছাড়াও রংপুর মহানগর আওয়ামী লীগ দলিয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ শান্তিপুর্ন কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে।

তবে মিছিল ও সমাবেশের নামে কোন রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগনের জানমালের নিরাপত্তা বিঘিœত করলে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য অতীতেও মাঠে ছিল। আজও আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে। কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn