জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে স্বাস্থ্যখাতে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারী হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখা ।বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়।
স্বাস্থ্যখাতে সামগ্রিক চিকিৎসার ৬৭% শতাংশসেবা দিচ্ছে বেসরকারী হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দাবি করে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনরংপুর জেলার সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মামুনুর রহমান লিখিত বক্তব্যে বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় সরকারী স্বাস্থ্য ব্যবস্থার মত বেসরকারী খাতে সুদুর প্রসারী পরিকল্পনা, নীতিমালা এবং একছাতার নীচে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এক নৈরাজ্যজনক অস্থির ও হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
হঠাৎ মানহীন গজিয়ে উঠা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোর দৌরতা, প্রতিষ্ঠিত বেসরকারী হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করাসহ জেলা ও বিভাগীয় শহরগুলোতে একটি দুর্নীতিবাজ চক্র কর্তৃক স্বাস্থ্য সেবা খাতে সাধারণ উদ্যোক্তাদের মাঝে সীমাহীন অস্থিরতা ও হতাশা সৃষ্টি করেছে। ডা. মামুন বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় সরকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে একটি অসাধু সিন্ডিকেট চক্রের দ্বারা বর্তমান সিভিল সার্জন নিয়ন্ত্রিত হয়ে রংপুরের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থায় এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন।
মন্ত্রী, সচিবের নির্দেশে ডিজি মহোদয় গত ২৫ মে ২০২২ইং সারাদেশে লাইসেন্স নবায়ন, সেবা প্রতিষ্ঠানগুলোর মান উন্নোয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণসহ একই সাথে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য অভিযান পরিচালনার সুস্পষ্ট ও কঠোর নির্দেশ দেন। সারাদেশে সিভিল সার্জনদের ৩০ জুনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য ভিজিট সম্পন্ন করে ডিজি হেলথ রিপোর্ট প্রদানের তাগিদ দেয়। কিন্তু গত ২৫ মে ২০২২ হতে অদ্য ডিসেম্বর মাস প্রায় ৬ মাসে অতিবাহিত হওয়া সত্ত্বেও সিভিল সার্জন মহোদয় বিগত বছরগুলোতে নিবন্ধিত ৫১ ক্লিনিক এবং ৬৪ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে গুটি কয়েক হাতে গোনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নবায়নের জন্য ডিজি হেলথ অফিসে সুপারিশ করেছেন।
অবশেষে বাধ্য হয়ে গত ১০ আগস্ট ২০২২ তারিখে আমাদের সংগঠনের পক্ষ থেকে বেসরকারী স্বাস্থ্যখাতে আমাদের ভূমিকা ও বিরাজমান দুর্দশার কথা উলে¬খ করে তা সমাধানের জন্য সিভিল সার্জন মহোদয় বরাবর স্মারক লিপি পেশ করি। কিন্তু দীর্ঘ ৬ মাস যাবৎ এই অনিশ্চিত ও অনাকাংক্ষিত পরিস্থিতি উত্তরণে সিভিল সার্জন মহোদয় কার্যকরী পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যা রংপুরের সামগ্রীক বেসরকারী স্বাস্থ্যখাতের অভিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার মাধ্যমে জনগণ ও সংশি¬ষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে আমাদের নায্য অধিকার আদায়ে আন্দোলনের কর্মসূচি ঘোষনা করছি।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলার সাধারণ সম্পাদক, সামসুর রহমান কোয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান রনি, খন্দকার মাহমুদ এলাহী বিপ¬ব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মনা প্রমুখ উপস্থিত ছিলেন।