লাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রোটারী ক্লাব অব রংপুর এর উদ্যোগে অসহায় , দুঃস্থও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর টাউন হল মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আশরাফুল আলম আল আমিনের ব্যবস্থাপনায় এই শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী ক্লাব অব রংপুরের প্রধান উপদেস্টা ও পাস্ট প্রেসিডেন্ট ভবতোস সরকার বাচ্চু।
এসময় রোটারী ক্লাব অব রংপুরের ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নমিনি আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন এমদাদ, ভাইস প্রেসিডেন্ট মোস্তাক হোসেন শিমুল, সাধারণ সম্পাদক এএএম সাজ্জাদুল রহমান, সার্জেন্ট আর্মস জ্ঞানাস্কুর রায়, পাস্ট প্রেসিডেন্ট ড. মোঃ রেজা-উন-নুর , আয়নুজ্জামান ,সদস্য ঋতুপর্ণা সরকার খুশি প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ পরিচালনা করেন রোটারী ক্লাব অব রংপুরের পাস্ট প্রেসিডেন্ট ও পরিচালক পার্থ বোস। এসময় অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।