জালাল উদ্দিন/ টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রংপুরে হাজীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা পাঠানাপাড়া হাজীরভিটায় মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদরাসার আয়োজনে রংপুর কোট মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলামের সঞ্চালনায় ও ফাইয়াজ স্কুলের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর সরকারি হজ্জ ব্যাবস্থাপনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ খাজা আহমেদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আলী আহমেদ চাঁন, দাতা সদস্য আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি আলহাজ্ব আবু নুর মোঃ আহসান হাবিব, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন, সহ সভাপতি মহুয়া বেকারীর সত্বাধিকারী আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, সহ সভাপতি এসএল ট্রেডার্সের সত্বাধিকারী আলহাজ্ব এসএম আব্দুল আজিজ সহ অন্যান্য হাজীগন।