জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার যুব জোটের সাধারণ সম্পাদক জননেতা মাহাবুর খান সোবাহানী সালামের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন রংপুর জেলা ও মহানগর জাতীয় যুবজোটের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জাতীয় যুবজোট রংপুর মহানগর সভাপতি সাজ্জাদুল ইসলাম মিঠুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও রংপুর জেলা কমিটির সভাপতি সাখয়াত হোসেনে রাংগা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক কুমারেশ রায়, জাসদ রংপুর মহানগর কমিটির সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, রংপুর জেলা জাসদ নেতা জাবিদ হোসেন স্বপন, মহানগর জাসদ নেতা আনোয়ার হোসেন, মহানগর জাসদ সাংগঠনিক সম্পাদক রন্টু সেন ।
আরও বক্তব্য রাখেন জাতীয় যুবজোট রংপুর জেলা কমিটির সভাপতি হরলাল রায়, সাধারন সম্পাদক জামাল হোসেন, যুবজোট রংপুর মহানগর কমিটির সাধারন সম্পাদক তানভীর খান, সাবেক ছাত্র নেতা ওসমান গনি, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা কমিটির সভাপতি জুয়েল রানা প্রামাণিক, বাংলাদেশ ছাত্রলীগ মহানগর কমিটির সভাপতি জসীম আহমেদ রেজভী। এ সময় বক্তারা বলেন, মাহবুব খান সোবাহানী সালাম ছিলেন দৌলতপুর উপজেলার প্রতিবাদী ও সাহসী যুবক। প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।
যারা এই হত্যাকান্ডে ইন্ধন যুগিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্টান্ত মূলক শাস্তির দাবী জানাই । উল্লেখ্য ঃ গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামেমাহবুব খান সোবাহানী সালামকে কুপিয়ে জখম করা হয়। রাত ১২ টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মাহবুব খান সোবাহানী সালাম আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা জাসদ যুব জোটের সাধারন সম্পাদক ছিলেন।