২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু’র মনোনয়নপত্র জমা

রংপুর জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু’র মনোনয়নপত্র জমা

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

রংপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, মোঃ সানোয়ার হোসেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ইলিয়াস আহমেদের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ঠিক রাখতে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি স্বতন্ত্র প্রার্থী। আশাবাদি ভোটাররা আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, চেয়ারম্যান পদে এ পর্যন্ত মোছাদ্দেক হোসেন বাবলু নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn