জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোরঃ
২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের ৩য় বারের নির্বাচন। নির্বাচনে প্রতিক বরাদ্দের পরপরই কৃষিভিত্তিক আধুনিক নগরী ও পরিবর্তনের অঙ্গিকার নিয়ে জোরেশোরে গণসংযোগ, প্রচার, প্রচারণা চালাচ্ছেন হাতি প্রতিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন। সোমবার দুপুর ১২ টায় রংপুর প্রেসক্লাব মার্কেট, জাহাজকোম্পানী মোড়, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডসহ রাত অবদি নগরীর বিভিন্ন এলাকায় ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন গণসংযোগ করেন।
গণসংযোগের সময় নগরবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন বলে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন জানান, নগরবাসী মর্যাদা চায়, পরিবর্তন হয়, উন্নয়ন চায়। ভোটাররা এবারে নতুন মুখকে তাদের মুল্যবান ভোট দিয়ে নগরবাসীর সেবক বানাতে চান।
তারা মুখিয়ে আছেন ইনশাআল্লাহ ২৭ ডিসেম্বর জয় হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনের গণসংযোগের সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম আসিফুল ইসলাম, রাজু আহমেদসহ অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।