সংসদ প্রতিবোদক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৭ জুলাই ২০২২- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, লিঙ্গ সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, লিঙ্গ সহিংসতা হ্রাস ও প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। তরুণ প্রজন্মসহ সকলে সামাজিক বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখছে।
বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে ইউএনডিপি বাংলাদেশের বিদায়ী আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, বাংলাদেশের মতো দেশে কাজ করা ছিল সৌভগ্যের। এদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এদেশে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এর পূর্বে স্পীকারের সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে এফওআরবি লিডারশিপ নেটওয়ার্কের পরিচালক (অপারেশন্স) ড. চার্লস রিড সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, সংসদীয় গণতন্ত্র, সংসদীয় সফর বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।
ড. চার্লস রিড বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি তা সত্যিই দৃষ্টান্তমূলক।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।