আন্তর্জাতিক ডেস্ক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :
২০২২ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। প্রাথমিক বাছাইয়ে করোনা রোধে ভূমিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শান্তি প্রচারে পোপ ফ্রান্সিস, প্রকৃতির জটিল বিষয় সহজ করে উপস্থাপনে ব্রিটিশ সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিানোস্কায়ার নাম উঠে এসেছে।
নরওয়েজিয়ান আইনপ্রণেতারা এই তালিকা তৈরি করেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনকারী ডেনমার্কের কিশোরী গ্রেটা থুনবার্গ, মিয়ানমারে জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, জলবায়ু পরিবের্তনে দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফের নামও এই প্রাথমিক তালিকায় রয়েছে।
চলতি বছর নোবেল পুরস্কার মনোনয়নের সময়সীমা সোমবার (৩১ জানুয়ারি) শেষ হয়েছে। নরওয়ের আইনপ্রণেতারা ২০১৪ সাল থেকে শান্তিতে পুরস্কার জয়ীর সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দিয়ে আসছেন। তবে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করেন নরওয়ের নোবেল কমিটি।
উল্লেখ্য, চলতি বছরে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম আগামী অক্টোবরে ঘোষণা করা হবে।