১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

শপথ নেয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান

সুপ্রিম কোর্ট রিপোর্টার / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, সুপ্রিমকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সকাল সোয়া ৬ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৮ জানুয়ারি তাকে সহ হাইকোর্টের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। অন্য তিন জন হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। নিয়োগের পরদিন তিন জন শপথ নিলেও অসুস্থতার জন্য শপথ নিতে পারেননি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান। অবশেষে মৃত্যুর কাছে তাকে হার মানতে হলো।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn