২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

আট যুগ্মসচিবেে প্রেষণে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. ওয়াহেদ উজ জামানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সুরক্ষা বিভাগের যুগ্মসচিব মো. যায়েদ হোসেনকে বিমান বাংলাদেশ এয়ালাইন্স লিমিটেডের পরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) মো. শাওগাতুল আলমকে বাংলাদেশ লোক প্রশাসন-প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি যুগ্মসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারকে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত (যুগ্মসচিব) বেবী রানী কর্মকারকে বাংলাদেশ লোক প্রশাসন-প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল আহাদকে জাতীয় উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা দ্বিতীয় সংশোধীত শীর্ষক প্রকল্পের পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. দীন ইসলামকে নির্বাচিত মাদ্রাসাসমূহের (১৮০০টি মাদ্রাসা) শীর্ষক প্রকল্পের পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মচিব ড. মুহাম্মদ মেহেদী হাসানকে ইনহ্যাচিং ডিজিটাল গভমেন্ট অ্যান্ড ইকোনোমি শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn