জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারী শিক্ষকদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ৬৪ জেলায় একযোগে এই মানববন্ধন পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী শিক্ষক নিবন্ধন শিক্ষক সংগঠন রংপুর জেলা শাখার আহ্বায়ক পলাশ কান্তি দা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য জেসমিন আরা বেগম, মিজানুর রহমান প্রধান, মমিনুল ইসলাম, আব্দুস সালেক মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুজিববর্ষে কেউ বেকার থাকবেনা। বর্তমান আমরা বেকার হয়ে পড়েছি। এছাড়াও পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা অবিলম্বে ন্যায় সংগত ও যৌত্তিক দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কমনা করছি।