জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রংপুরে সরকারি কর্মচারীদের পুর্ণদিবস কর্ম-বিরতি পালন। গতকাল মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস), রংপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় (বাকাসস) এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক গত ২৪/০১/২০২১ ইং তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে (১৩-১৬ গ্রেডভুক্ত) পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের প্রস্তাব অর্থ মন্ত্রনালয় হতে বাস্তবায়নের দাবিতে পুর্ণ-দিবস কর্ম-বিরতি পালন করেন রংপুরের সকল সরকারি কর্মচারীরা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক ফারুখ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম, সদস্য আলেমগীর হোসেন, হুমায়ুন ফারুখ, শাহ জালাল, অবিনাশ চন্দ্র রায়, শরিফুল, ইসলাম ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তার বলেন, আমাদের প্রস্তাবিত দাবি বাস্তবায়নের জন্য সরকারে সহযোগিতা কামনা করছি।