স্টাফ রিপোর্টার / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :
ইউক্রেনে নিহত হাদিসুরকে রাষ্ট্রীয় ‘বীর’ ঘোষণার দাবি
ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে এনে তাকে রাষ্ট্রীয় ‘বীর’ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
ইউক্রেনে নিহত হাদিসুরকে রাষ্ট্রীয় ‘বীর’ ঘোষণার দাবি
শুক্রবার (৪ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন।
ওই সংবাদ সম্মেলনে আটকে থাকাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ক্ষতিপূরণের পাশাপাশি বিএসসির গাফিলতির বিষয়টি ক্ষতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি সুষ্ঠু তদন্ত কমিটি করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি যুদ্ধ এলাকা ঘোষণার পরও বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনে নিয়ে যাওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের ভুল সিদ্ধান্ত ছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অলভিয়া বন্দরে আটকেপড়া নাবিকদের দেশে ফিরয়ে আনার দাবিতে শুক্রবার সকলে চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকায় সংবাদ সম্মেলন করেন মেরিন অফিসারদের কল্যাণে কাজ করা সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
গত ২২ ফেব্রুয়ারি ২৯ জন নাবিক নিয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়েন বাংলার সমৃদ্ধি। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে তাদের পোল্যান্ড সীমান্তে বাংলাদেশ দূতাবাসের পৌঁছে দিচ্ছে বলে খবর আসে।
আরও পড়ুন: পাকা ঘর তোলা হলো না হাদিসুরের, লাশের অপেক্ষায় বাবা-মা
বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং করপোরেশন। গত ২৬ জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর একদিন পর ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। এরপর রাশিয়ার রকেটের আঘাতে বিধ্বস্ত হয় ‘বাংলার সমৃদ্ধি’। আচমকা হামলায় মুহূর্তে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয় ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাজের ব্রিজে অবস্থানরত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।
এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, কূটনৈতিকভাবে ইউক্রেনে জাহাজে আটকেপড়া জীবিত ২৮ নাবিককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।