২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ
  • প্রচ্ছদ
  • সংসদ
  • সংশ্লিষ্ট কার্যক্রম ও কর্মপরিকল্পনায় কার্যপ্রণালী বিধিমালা অনুসরণের মাধ্যমে সংসদ পরিচালনার সিন্ধান্ত

সংশ্লিষ্ট কার্যক্রম ও কর্মপরিকল্পনায় কার্যপ্রণালী বিধিমালা অনুসরণের মাধ্যমে সংসদ পরিচালনার সিন্ধান্ত

সংসদ প্রতিবেদক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির মাননীয় সংদস্যগণের সাথে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Supporting the implementation of the PFM Reform Strategic Plan in Bangladesh শীর্ষক প্রোগ্রামের জাতীয় সংসদ সংশ্লিষ্ট কম্পোনেন্ট-১২Strengthen Parliamentary Oversight and Scrutiny of Public Expenditure সংশ্লিষ্ট কার্যক্রম ও কর্মপরিকল্পনার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ও পরামর্শক কর্তৃক অবহিতকরণ, মতবিনিময় ও আলোচনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য এ.বি.তাজুল ইসলাম এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

সভায় মাননীয় স্পীকার কর্তৃক অনুমোদিত সংসদ-সদস্য ও সহায়ক কর্মকর্তাবৃন্দের দক্ষতা উন্নয়নের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ জাতীয় সংসদকে অধিকতর গতিশীল ও কার্যকর করার বিষয়ে পরামর্শক কমিটি কার্যকর ভূমিকা রাখবে মর্মে সভায় মতামত ব্যক্ত করা হয়।

সভায় অবহিত করা হয় যে, জাতীয় সংসদ সংশ্লিষ্ট কার্যক্রম ও কর্মপরিকল্পনায় কার্যপ্রণালী বিধিমালা অনুসরণের মাধ্যমে সংসদ পরিচালনায় সংসদ সদস্যগণের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ এবং সংসদ কার্য পরিচালনায় সহায়ক কর্মকর্তাবৃন্দের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি সেমিনার সম্পর্কিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ও পরামর্শকবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn