জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
ঐতিহ্যবাহী রংপুর আইন কলেজে ”শহীদ বুদ্ধিজীবী চত্বর ও মুক্তির চেতনা” ভাস্কর্য নির্মান কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকালে নগরীর গুপ্তপাড়ায় রংপুর আইন কলেজ প্রাঙ্গনে ”শহীদ বুদ্ধিজীবী চত্বর ও মুক্তির চেতনা” ভাস্কর্য নির্মান কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর আইন কলেজে অধ্যক্ষ এ্যাড সাজেদ হোসেন তাতা, গভর্নিং বোর্ডির সভাপতি এ্যাড. বিধু রঞ্জন রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহামান টিটু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, এ্যাড. শামীমা আফরোজ শিরীন, এ্যাড. আব্দুল হাদী বেলাল, এ্যাড. জিয়াউল হাসান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শুভরঞ্জন দেব বাদলু, এ্যাড. আমিনুর রশিদ মজনু মহ অন্যান্য অতিথিবৃন্দ।