জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ এপ্রিল) নগরীর রাধাবল¬ভ ডায়াবেটিস সমিতি মাঠে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।
১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস বাদল এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মেট্রোপলিটন কোতোয়ালি থানা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক কায়সার রাশেদ খান শরীফ, সদস্য সচিব নওশাদ রশীদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন, বন ও পরিবেশ সম্পাদক সজিবুর রহমান প্রামানিক।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী বিপ¬ব। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট রেজোয়ান এনাম, সাবেক ছাত্র নেতা আতিকুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন রেজাউল করিম জীবন। কর্মী সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মী সভায় রংপুর সিটি করপোরেশন এর প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমানসহ রংপুর মহানগর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।