১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুরে নিভৃতচারী অনুবাদক গল্পকার শামীম পারভেজের স্মরণসভা ও কবিতা ভ্রমন অনুষ্ঠিত

রংপুরে নিভৃতচারী অনুবাদক গল্পকার শামীম পারভেজের স্মরণসভা ও কবিতা ভ্রমন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

 

রংপুরে নিভৃতচারী অনুবাদক গল্পকার ও সাদা মনের মানুষ শামীম পারভেজের স্মরণসভা ও বাংলাদেশ ভারতের কবি লেখক গণের ৩ দিনব্যাপী কবিতা ভ্রমন অনুষ্ঠিত হয়। গত ৯, ১০, ১১ জুন কবিতা ভ্রমন অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয় । ১১ জুন সকাল ৯ থেকে রংপুর নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে এই কর্মসূচিতে ছিল কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাওয়াইয়া সন্ধ্যা, সদ্য প্রয়াত সাদা মনের মানুষ নিভৃতচারী অনুবাদ, লেখক শামীম পারভেজ এর স্মরণসভা এবং রংপুরের ঐতিহ্যবাহী-ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা স্থান ভ্রমণ।

এ সময় কর্মসূচিতে অংশগ্রহণ করা কবি, লেখক, সঙ্গীতশিল্পসহ খুদে নৃত্যশিল্পীগণ রাজবাড়ি নাটমন্দিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, তাজহাট জমিদার বাড়িতে আয়োজিত কবিতা পাঠ রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে আয়োজিত সদ্য প্রয়াত সাদা মনের মানুষ নিভৃতচারী অনুবাদ, লেখক শামীম পারভেজ এর স্মরণসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন ফিরেদেখা’র সম্পাদক ও প্রকাশক কবি সাকিল মাসুদ।

আয়োজনের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন ভারতীয় কবি সুবীর সরকার, কবি সৈকত সেন, কবি অম্বরীষ ঘোষ। বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন গবেষক প্রফেসর মোজাম্মেল হক, লেখক ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, লেখক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, ভাস্কর ও গল্পকার অনীক রেজা, কবি বাদল রহমান, কবি ও সাংবাদিক মাহবুবুল আলম, পঞ্চগড়ের কবি রাজ্জাক দুলাল, কবি এএসএম হাবিবুর রহমান, ছড়াকার এসএম খলিল বাবু,

মাহবুবা লাভীন, সাংবাদিক ও আবৃত্তিকার ফরহাদুজ্জামান ফারুক, সাহিনা সুলতানা, ময়নুল হোসেন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, শাম্মী শারমিন, তৈয়বুর রহমান বাবু, হোসেন রওশন, আদিল ফকির, জাকির আহাম্মদ, শ্রাবণ বাঙালি, সোহানুর রহমান শাহিন, ড. মাহমুদুল আলম, শরীফ সুমন, হাসনাইন রাব্বি, আমজাদ হোসেন সরকার, সঙ্গীতশিল্পী ইকরাম হোসেন এলিজ, মৌ, ভাওয়াইয়া শিল্পী বন্যা, পুতুল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরেদেখার সভাপতি এমাদউদ্দিন আহমেদ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn