জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
রংপুর জেলার শারদীয় দুর্গাপুজা ২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী , রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মুধা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহামান হাবু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি বাবন প্রসাদ, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য,
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, রংপুর জেলা ধর্ম সভার সাধারণ সম্পাদক পার্থ বোস, রংপুর চেম্বার অব কমার্সের ডায়রেক্টর রবি সোমানী, রংপুর জেলা হিন্দু ,বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক স্বপন সংকর, গুপ্তপাড়া পুজা কমিটির কোষাধক্ষ প্রশান্ত মৌলিক মনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।