১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯০, ৯১ তম বৈঠক

সংসদ প্রতিবেদক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২২ – একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯০, ৯১ তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মুস্তফা লুৎফুল্লাহ অংশগ্রহণ করেন।

শিক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ২৩টি বিশ্ববিদ্যালয়, ৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৫-২০১৬ এ অন্তভূর্ক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯, ১০,১১ ও ১২ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর (বর্তমান শিক্ষা অডিট অধিদপ্তর ও সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তর) কর্তৃক প্রণীত শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯-২০১২ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০০৭-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,৩,৫,৯, ১২,১৩,১৪ ও ১৫ নিয়ে নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম, ২১তম,২৪তম এবং ৭৫তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ৭৫ তম বৈঠকের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদ নিষ্পত্তি করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক আপত্তিকৃত অর্থ আদায়ের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্যগণ শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, অর্থ বিভাগের যুগ্মসচিব, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ডেপুটি কনট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn