জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
রংপুরে ৭ দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর শাখার উদ্যোগে মানববন্ধন কমূসূচী পালন করা হয়।
গতকাল শনিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে স্থায়ী পে-কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষনা , এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুর্নবহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনঃনির্ধরলসহ ৭ (সাত) দফা দাবিতে মানববন্ধনে রংপুর জেলা সমন্বয়ক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, মোঃ আব্দুল মালেক , মোঃ আলোমগীর, আশরাফুল ইসলাম ( বেতার), আশরাফুল ইসলাম (মৎস) রফিকুল ইসলাম, এসকে সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমাদের ৭ (সাত) দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবারো আকুল আবেদন জানাই ।