১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে রংপুরে বর্ধিত সভা

 

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে রংপুরে বর্ধিত সভা করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে টাউন হলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য নুরুজ্জামান, আমিন উদ্দিন বিএসসিসহ অন্যরা। সভায় বক্তারা বলেন, সারাবিশ্ব আজ মঙ্গার দিকে যাচ্ছে। মঙ্গার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে নবায়নযোগ্য জ্বালানী ও কৃষি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই দুটি সমস্যার সমাধান হবে। উত্তরাঞ্চলে বন্যা ও নদী ভাঙ্গনের সমস্যা দূর হবে। কৃষি, মৎসখাতে ব্যাপক উন্নয়ন হবে। মঙ্গা থেকে উত্তরাঞ্চলসহ দেশকে রক্ষা করা সম্ভব হবে। ইতোমধ্যে চীনা রাষ্ট্রদূত তিস্ত নদী এলাকা পরিদর্শন করায় তিস্তাপাড়ের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নসহ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে বৃহৎ সমাবেশ করবে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বাঁধাহীনভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তাপাড়ের মানুষ অঙ্গীকার বন্ধ হয়েছে বলে জানান বক্তারা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn