জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান সামনের রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে রংপুর রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সহ সভাপতি আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।