জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
আগামী ২৯ অক্টোবর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে স্টেজ তৈরির প্রস্ততি কাজ ও মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের মঞ্চ ও প্রচার কমিটির আহবায়ক এবং রংপুর মহনগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য ফজলুর রহমান বাদল, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পদক আতিকুল ইসলাম লেলিন, রংপুর জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।