১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুর বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে দুই লক্ষাধকি পরীর্ক্ষাথী

 

জালাল উদ্দিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোরঃ

দিনাজপুর শিক্ষার্বোডের আওতায় রংপুর বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছনে ২ লক্ষাধিক পরীর্ক্ষাথী। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও গুজব রুখতে কঠোর নজরদারী রেখেছে প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১টায় রংপুর সরকারী কলজে পরীক্ষা কেন্দ্র পরর্দিশন করনে, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় উপস্থতি ছিলনে, স্থানীয় সরকার উপ-পরিচালক জিলুফা সুলতানা, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন সহ প্রশাসনরে র্উধ্বতন র্কমর্কতারা।

দিনাজপুর মাধ্যমকি ও উচ্চ-মাধ্যমকি র্বোড সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলার ৬৭৪টি কলেজর ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীর্ক্ষাথী ২০২টি কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ২৭৪ জন, মানবিকে ৬৭ হাজার ২৮৭ জন ও ব্যবসা শক্ষিা বিভাগে ১০ হাজার ৩২১ জন পরীক্ষা রয়েছে। এছাড়া আলীম পরীক্ষায় ৯৫ হাজার পরীর্ক্ষাথী অংশ নিচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলনে, এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য জলো-উপজেলা র্পযায়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী র্কমর্কতা, কলেজের অধ্যক্ষ, পরীক্ষা পরিচালনা কমিটিকে নিয়ে সভা করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রোধসহ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে শক্ষিামন্ত্রণালয় ও দিনাজপুর শিক্ষার্বোডের নির্দশেনাকে অনুসরন করা হচ্ছে। অনেক সময় ভূলবশত এক দিনের প্রশ্ন আরেক দিন দেয়া হয়। এ ধরনের ভূল যে না হয় সেজন্য সংশ্লিষ্টদরে নির্দেশনা দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসসহ যে কোন অনিয়ম রোধে প্রশাসন তৎপর রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn