২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরবাসী পরিবর্তন চায়, এজন্য ব্যাপক সাড়া পাচ্ছি’…মিলন

 

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। উন্নয়নের স্বার্থে নগরবাসী পরিবর্তন চায়, এজন্য ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন এই প্রার্থী।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর বুড়িরহাটে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। লতিফুর রহমান মিলন বলেন, ‘আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইতোমধ্যে ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। সারাদেশের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে রংপুর সিটির উন্নয়নে এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিকল্পিত নগরী গঠনে দফাগুলো অত্যন্ত সময়োপযোগী।

’ স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘বর্ধিত এলাকা নিয়ে সিটি করপোরেশন যে লক্ষ্যে গঠন করা হয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। বর্ধিত ওয়ার্ডগুলোতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনও কাঁচা রাস্তা রয়েছে, ড্রেনেজব্যবস্থা, বৈদ্যুতিক খুঁটিসহ কোনো কিছুরই উন্নয়ন হয়নি।’ মিলন বলেন, ‘পুরনো ১৫ ওয়ার্ডের এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে যানজট, বেকারত্ব ও জলাবদ্ধতা। এই তিন সমস্যার কোনোটাই সমাধান করতে পারেননি বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন। পরিকল্পনা করে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।’

পরিকল্পিত উন্নয়নে এসময় তিনি আবেগে নয়, জেনে বুঝে ভোট দেওয়ার অনুরোধ জানান মিলন। সেই সাথে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি করপোরেশন গঠনে ভোটারদের কাছে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম আসিফুল ইসলাম, রাজু আহমেদ, সুজনসহ অন্যান্য কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি। এবারের ভোটে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn