সংসদ প্রতিবেদক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :
একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি, এবং এ.এম.নাঈমুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ জুডো ফেডারেশন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম এবং বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে “মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২” প্রাপ্তিতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেলকে অভিনন্দনবার্তা প্রেরণ করার জন্য কমিটি’র পক্ষ থেকে সুপারিশ করা হয়।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশিষ্ট ক্রীড়াবিদদের পুরস্কৃত করায় এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সার্বিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১০ (দশ) কোটি টাকা অনুদান প্রদান করায় কমিটির পক্ষ হতে তাঁকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।