১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কোন ফেসবুক একাউন্ট নেই

স্টাফ রিপোর্টার / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নামে ব্যক্তিগত কোন ফেসবুক একাউন্ট নেই। তিনি নিজ নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন একাউন্ট পরিচালনা করেন না।

তিনি তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ব্যবহার করা একাধিক ভূয়া একাউন্ট সম্পর্কে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এসব ভূয়া একাউন্ট পরিচালনাকারিদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, অন্যথায়, দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ভুয়া একাউন্ট পরিচালনা করায় বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। এসব একাউন্টের বিষয়ে দেশের আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা তদন্ত করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে গত ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।যার জিডি নম্বর ২৩৯।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn