জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট কমপ্লেক্স মার্কেটে অবস্থিত ইউনিয়নের কার্যালয়ে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জাহেরুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহাবুদ্দিন, মোশারফ হোসেন টিংকু, নন্দ বাবু, আবুল কালাম। অনুষ্ঠানে শপথ গ্রহন করেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি আতোয়ার রহামান, সহ সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা,
সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, কোষাধক্ষ মোঃ রাহাত হোসেন রনি, দপ্তর সম্পাদক শ্রী নির্মল চন্দ্র রায়, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ শামসজ্জামান, সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুন্না মিয়া, কার্যকরি সদস্য মোঃ আজিজুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, মোঃ শাহিন মিয়া, তানভির ইসলাম।