জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
রংপুরের মাওলানা কেরামত আলী কলেজ হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বর্তমান কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের ছবি সম্বলিত ফলক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডাঃ গোলাম রহমান, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, কলেজ প্রতিষ্ঠার অন্যতম কারিগর রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বারেক আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন তার সুদূরপ্রসারী চিন্তা চেতনা ও দূরদর্শিতার কারণেই অত্র কলেজটি উত্তরবঙ্গের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাইফুল আলম। প্রভাষক নূর সামাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল মালেক, সহকারী অধ্যাপক নূর-ই-আলম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী, অফিস সহায়কগণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আবু হোরায়রা (রাঃ) হাফেজিয়া মাদ্রাসায় মুহতামিম হাফেজ মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আহসান হাবীব।