জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
রংপর মহানগরের বীর মুক্তিযোদ্ধাগনের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে রংপুর টাউনহলে রংপর মহানগরের বীর মুক্তিযোদ্ধাগনের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
অনুষ্ঠানে রংপুরের আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। এ সময় রংপর মহানগরের সকল বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।