জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
রংপুরে শুভ মহালায়া উপলক্ষে স্বগীয় পিতা-মাতার উদ্দেশ্যে তর্পণ ও যাদের পিতা-মাতা আছে তাদের জন্য পিতা-মাতার শ্রী চরণ পূজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে গতকাল রোববার অনুষ্ঠিত পিতা-মাতার শ্রী চরণ পূজায় নগরীর বিভিন্ন স্থান অভিভাবকগণ তাদের নিজ নিজ সন্তানদের নিয়ে সমবেতন হন ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে। এ সময় তারা স্বগীয় পিতা-মাতার তর্পণ এবং জীবিত পিতা-মাতার পায়ে হাত দিয়ে শ্রী চরণ পূজা করেন।
পিতা-মাতার শ্রী চরণ পূজার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি রামজীবন কুন্ড, নিধুরাম অধিকারী, সহ-সম্পাদক পার্থ বোস, মহিলা বিষয়ক সম্পাদক সমর্পিতা ঘোষ তানিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেবব্রত মজুমদার, ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দ্র সংকর গুহ রায়, সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলার সভাপতি সুধীর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক সঞ্জিৎ কুমার নারুসহ অন্যান্য নেতৃবৃন্দ।