২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুর জেলা স্কাউটের বিপি দিবস পালিত

 

জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ

 

বিশ্বব্যাপী ফাউন্ডার ডে বা বিপি দিবসের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৫তম জন্মবার্ষিকী ও বিপি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে রংপুর জেলা স্কাউট ভবনের অডিটোরিয়ামে বিপি’র জীবনের উপর আলোচনা সভা, জেলা স্কাউটের আয়োজনে কাব ও স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ও বিপি দিবসের কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রংপুর জেলা স্কাউটের কমিশনার ও রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম।
এসময় বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সম্পাদক আব্দুর রহিম, সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মন, কোষাধ্যক গোলাম আজম মন্টু, জেলা স্কাউট লিডার রফিকুল হক বাবু, আঞ্চলিক উপকমিশনার সিদ্দিকুর রহমান, স্কাউটার মাহবুবুল আলম প্রামাণিক, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, স্কাউটার আলেয়া খাতুন-এলটি, সদর উপজেলা স্কাউটের কমিশনার তৌহিদা খাতুন, সদর উপজেলা স্কাউটের সম্পাদক সামছুল আলমসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ। এদিকে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর ১৬৫ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটে গতকাল ইনস্টিটিউট প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডস্থ আজিজুল্যাহতে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের কাব, স্কাউট, স্কাউট লিডার, শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল বিপির বিপি’র জীবনীর উপর আলোচনা সভা, কাবদের প্রতিজ্ঞা ও নটিং এবং স্কাউটদের পাইওনিয়ারিং সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn