জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
নগরীর ১৪ নং ওয়ার্ডের ডোবা ডাঙ্গিরপাড়া এলকায় রহস্যজনক ভাবে বাড়ি চুরির অভিযোগে উঠেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। রংপুর কোতয়ালী থানার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দেওডোবা ডাঙ্গিরপাড়া এলাকার মৃত জহুরুল উদ্দিনের ছেলে বাড়ি মালিক রাজু আহমেদ গত ২০ জানুয়ারী সন্ধা ৬ টায় ব্যাবসিক কাজে টার্মিনালে যান এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে নানার বাড়ি বেড়াতে যান।
এরপর সেইদিন রাত সাড়ে ১১ টায় বাড়ি মালিক রাজু আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে বাসায় ফিরে আসলে দেখতেপান বাড়ির প্রধানগেট ভেতর থেকে লাগানো । এ সময় বাড়ি মালিক রাজু আহমেদ এলাকাবাসীকে ডেকে দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের দরজা খোলা ও আলমারীর দরজা ভাঙ্গা।
আলমারীতে থাকা নগত ১লক্ষ ৭৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় দলিল পত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। সর্বোমোট ৩ লক্ষ ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় বাড়ি মালিক রাজু আহমেদ বাদী হয়ে গত ২১ জানুয়ারী রংপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন।