জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গুম ও দেশের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের হত্যার অভিযোগ এনে কালো পতাকা নিয়ে শোক র্যালী বের করে রংপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালিটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে মূল সড়কে আসলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানে বক্তব্য রাখেন নেতারা। রংপুর মাহানগর বিএনপির আহবাহক সামসুজ্জামান সামু বলেন, অবৈধ সরকারের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে ঘুম খুনের শিকার হচ্ছেন বিএনপির নেতারা।
অবৈধ সরকার দেশে না থাকতে সে জন্য সকল প্রকার পদক্ষেপ নিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। রংপুর মহানগর বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশ বাঁদা দেয় , পরে সেখানে বক্তব্য রাখেন নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন রংপর মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রুহুল আমিন বাবলু, মোঃ সুলতান আহমেদ বুলবুল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী চৌধুরী মিলন, সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি মোঃ নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া ইসলাম জিম, মহানগর জাসাসের সদস্য সচিব মোঃ রাশেদ রানা রাশু সহ বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।