জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বাদ আছর নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের ১০০ জন দুঃস্থ কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পদাক আলেয়া খাতুন লাভলী, যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, রংপুর মহনগর মহিলা আয়ামীলীগের সহ সভাপতি মাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক লৎফুন নাহার লেবু, প্রচার সম্পাদক নাজনিন রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।