২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

 

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

“সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুরের উপ-পরিচালক আখতারুজ্জামান, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ইএসডিও রংপুরের জেলা প্রোগ্রাম ম্যানেজার আইয়ুব হোসেন সুজন, আরডিআরএস রংপুরের হেড অব প্রোগ্রাম আব্দুস সামাদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোশফিকুর রহমান।

মুল প্রবন্ধ পাঠ করেন কারমাইকেল কলেজের ভুতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনায় সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn