১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ

 

রংপুরে ডেইরী ও পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন ও রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানব্বন্ধনে কয়েক শতাধিক ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা এই কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোল্ট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারী ইস্তিয়াক হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোল্ট্রি ও ডেইরী খাদ্য ও খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি না হওয়ায় এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। একই সাথে বেকারত্বের হারও বাড়ছে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ ক্রয়ের মূল্য বৃদ্ধি না করায় খামারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মানববন্ধন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতির নেতা-কর্মিরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn