১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে নির্মাণাধীন ভবনের বাঁশ মাথায় পড়ে এক জনের মৃত্যু

জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ

 

রংপুরে এক নির্মাণাধীন ভবনের উপর থেকে বাঁশ মাথায় পড়ে আব্দুল কুদ্দুস(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় জিহাদ (২৬) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল পৌন ৪টার দিকে রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালে আব্দুল্লাহ জেনারেল হসপিটালের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বোড ঘর এলাকায়। এছাড়াও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত জিহাদের বাড়ি নগরীর নজিরের হাটের বিন্যাটারি এলাকায়।

প্রতক্ষ্যদর্শী ও নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রী আবু সায়িদ জানান, দীর্ঘ ১বছর থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের আব্দুল্লাহ জেনারেল হসপিটালে নির্মাণ কাজ করা হচ্ছে। চলমান এই ভবনের নির্মাণ কাজে শুরু থেকে কোন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এখানে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। আবু সায়িদ আরও জানান, আব্দুল্লাহ জেনারেল হসপিটালের (পাঁচ তলা) ভবনের প্লাস্টারের কাজ করা হচ্ছে।

হঠাৎ করে ভবনের বাঁশ পিছলে একটি বাঁশ নিচে পড়ে যায়। এতে ভবনের নিচে অবস্থান করা আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়। পরে আহত কুদ্দুসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়াও পা পিছলে পড়া বিদ্যুতায়িত যুবক জিহাদকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকার আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, নিরাপত্তার ব্যবস্থা না রেখে বহুতল ভবনে নির্মাণ কাজ কিভাবে করেন এটি দেখার বিষয়। আমরা এই মৃত্যুর জন্য ভবন মালিকে দায়ী করছি এবং দোষি ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn