১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

রংপুরে মাঝিপাড়ায় তান্ডবের মামলায় প্রধান আসামীসহ ৫১ জন কারাগারে

জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মামলায় দীর্ঘ ৯ মাস পর প্রধান আসামী শহিদ ওরফে শহিদুজ্জামান মন্ডলসহ ৫১ আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছে। অতঃপর বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রোববার দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এসএম শফিকুল ইসলামের আদালতে তারা জামিন আবেদন করেন।

আলোচিত এ ঘটনায় ২০২১ সালের ১৮ অক্টোবর পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে ১৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব হোসেন সকল আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার প্রধান আসামী শহিদসহ শতাধিক আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার দুপুরে তারা আদালতে আত্মসর্মপনের জন্য আবেদন জানান।

শুনানী শেষে বিজ্ঞ বিচারক সকল আসামীর জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবি ব্যারিস্টার আবু সাঈদ জানান, আসামীরা সকলেই সহায় সম্বলহীন ও তারা শ্রমজীবি। পুলিশ অন্যায়ভাবে মামলায় তাদের আসামী করেছে। এতে করে মানবেতর জীবন-যাপন করছে তাদের পরিবার।

উল্লেখ্য, ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ অক্টোবর পীরগঞ্জের বড় করিমপুর কসবা মাঝিপাড়া ও দক্ষিণমাঝি পাড়ার সংখ্যালঘুদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে অতন্ত ৩০টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় আইসিটি আইনে ৩টি ও মাঝিপাড়ায় তান্ডবের ঘটনায় একটিসহ মোট ৪টি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে অনন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn