জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
র্যাব-১৩ কতৃক ৫৫১ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। র্যাব-১৩ এর গোয়েন্দা দল তথ্য পাই যে, রেলওয়ে স্টেশন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় ০৪ জুলাই ২০২২ খ্রিঃ রাত ০২.৫৫ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৫১ গ্রাম হেরোইনসহ ১। মোহাম্মদ আলী(২৪), পিতা-মোঃ আবুল হোসেন এবং মোঃ রিয়াজ(৩০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুদ্বয়কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।