জালাল উদ্দিন/টোয়েন্টিফোর মিডিয়া ডটকমঃ
মহামারী করোনা রোধে কাজ করছে অনেক সংস্হা, পিছিয়ে নেই সংবাদ সংস্হাগুলো, এরই ধারাবাহিকতায় রংপুরে পথচারী মানুষের জন সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক বিতরণ করেন রংপুর সংবাদ পত্র কল্যাণ সমিতি। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর সংবাদ পত্র কল্যাণ সমিতির আয়োজনে মাস্ক বিতরণ করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ পত্র এজেন্ট মঞ্জু হোসেন ও সংবাদ পত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়ার প্রচেষ্টায় কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন সংবাদপত্র কল্যাণ সমিতির উপদেষ্টা হাসেম, সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আকতাবুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন, জিল্লুর রহমান জুয়েল,
মিজানুর রহমান মিজু, আব্দুর রাজ্জাক, রাশেদ রহমান, মোস্তফা, রেজাউল ইসলাম, দুলু, টিটুসহ প্রমূখ। এ সময় সংবাদ পত্র কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, আশক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা প্রায় একশজন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করলাম। পাশাপাশি তাদের মাস্ক পড়ার আহবান জানালাম।