জালাল উদ্দিন/নিউজ টোয়েন্টিফোর মিডিয়াঃ
গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবিতে সারাদেশের ন্যায় রংপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। গতকাল বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুরের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক নেতাকর্মীবৃন্দ।
বুধবার সকালে গ্লোবাল টেলিলিশন রংপুর বিভাগের আয়োজনে এসময় মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, এই ঘটনার প্রতিবাদে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এমন ঘটনা যদি অফিসের প্রধান কার্যালয় ঘটে তাহলে সাংবাদিকদের নিরাপত্তা দেবে কে। আজকে এই মানববন্ধনের মধ্যে দিয়ে তথ্যমন্ত্রীকে জানাতে চাই আমরা সাংবাদিক আমাদের নিরাপত্তা দেয়া হোক। যাতে করে এমন সন্ত্রাসীরা আর কোন অফিসে বা কোন সাংবাদিকদের উপর ভাঙচুর নির্যাতন করতে না পারে।